Header Ads

হিন্দু মহাসভার মতে তাজমহল ‘মন্দির’,কুতুবমিনার ‘বিষ্ণুস্তম্ভ’!

নজরবন্দি ব্যুরোঃ হিন্দু মহাসভার আলীগড় শাখা হিন্দু নববর্ষের যে ক্যালেন্ডার বের করেছে তা দেখলে আপনি চমকাতে বাধ্য। কারণ সেখানে ভারতের বেশ কিছু প্রাচীন সৌধ যার নাম পরিবর্তন করে রাখা হয়েছে অন্য নাম।
যেমন তাজমহলকে উল্লেখ করা হয়েছে ‘তেজো মহালয়া মন্দির’ হিসেবে।মধ্যপ্রদেশের কামাল মৌলা মসজিদকে দেখানো হয়েছে ‘ভোজশালা’ হিসাবে, কাশীর জ্ঞাণব্যাপি মসজিদকে দেখানো হয়েছে ‘বিশ্বনাথ মন্দির’বলে। আবার কুতুব মিনারের মতো ঐতিহাসিক স্তম্ভ হিন্দু মহাসভার ক্যালেন্ডারে হয়েছে ‘বিষ্ণুস্তম্ভ’, জৌনপুরের আটালা মসজিদের নাম হয়েছে ‘আটলা দেবীর মন্দির’ এবং বাবরি মসজিদকে দেখানো হয়েছে ‘রাম জন্মভূমি’হিসেবে।

ভাবুন একবার চমকানোর মতো ব্যাপার নই কি?এই প্রসঙ্গে হিন্দু মহাসভার জাতীয় সভাপতি পূজা শাকুন পাণ্ডে এক সর্ব ভারতীও সংবাদ মাধ্যম কে বলেন ‘হিন্দু নববর্ষ উপলক্ষ্যে আমরা বিশেষ যজ্ঞের আয়োজন করেছি। এই দেশকে হিন্দু রাষ্ট্র বানানোই সংগঠনের লক্ষ্য। বিদেশি হামলাকারীরা এদেশের হিন্দুদের ধর্মীয় স্থানকে মসজিদে পরিণত করেছে। এবার তা ফিরিয়ে দেওয়ার পালা। সেই হিসেবেই ওই ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।’
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.