Header Ads

চিকিৎসার গাফিলতির অভিযোগ তুলে আসানসোলের বেসরকারি হাসপাতালে বিক্ষোভ৷

নজরবন্দি,আসানসোলঃ সুনীতা শ্রীবাস্তব (৪৫)নামের মহিলা মাইথন প্রফেসর কলোনির বাসিন্দা গত সোমবার সকাল ১০:৩০নাগাদ গলব্লাডারে স্টোন নিয়ে অস্ত্রোপচারের জন্যে আসানসোলের মাদার টেরিজা রোডের বেসরকারি হাসপাতালে ভর্তি হয়৷
দুপুর৩:৩০মিনিটে ঐ মহিলার সফল অস্ত্রোপচার হয়৷রাত্রি নটা পর্যন্ত বাড়ির ও পরিবারের লোক সুস্থ দেখে ফিরে গেলে,হাসপাতাল থেকে মঙ্গলবার সকাল ৫:৪০নাগাদ ফোন করে বাড়ির লোক কে জানানো হয় সাডেন কার্ডিও ফেলিওরে সুনীতা দেবী মারা গেছেন৷এই খবরে রোগীর পরিবারের লোক ক্ষিপ্ত হয়ে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে চিকিৎসার গাফিলতির অভিযোগে৷তাদের বক্তব্য দায়িত্ব প্রাপ্ত ডাক্তার গৌতম ভৌমিক কে বার বার ফোন করে ডাকা হলেও তিনি আসেননি৷তিনি অস্ত্রোপচার শেষে একজন ইউরোলজিস্ট ও এনেস্থেশিয়ার উপর নির্ভর করে রোগীকে ছেড়ে চলে যান৷

বারবার ফোন করে ডাকা হলেও তিনি ফোন ধরেননি৷শেষে বেলা ৯টার পর হাসপাতালে এসে উপস্থিত হলে ঐ ডাক্তারকে ঘিরে বিক্ষোভ শুরু হয়৷রোগীর পরিবার তথা সুনীতা শ্রীবাস্তবের দাদা জানান,তারা এর আইনানুগ ব্যবস্থা নেবেন৷যদিও পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসানসোল দঃ থানার পুলিশ উপস্থিত হয়৷শেষ খবর পাওয়া পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ রোগী পরিবারের সাথে আলোচনায় বসতে রাজি হয়েছেন৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.