Header Ads

অবশেষে কাটলো জট! শিক্ষক নিয়োগে ছাড়পত্র পেল পর্ষদ।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে সমস্ত জট কেটে স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন চাকরি প্রার্থী শিক্ষকরা। কর্মী নিয়োগে ছাড়পত্র পেল মধ্যশিক্ষা পর্ষদ। আটকে থাকা সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ করার ছাড়পত্র দিল স্কুলশিক্ষা দপ্তর।
এসএসসি-র মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগের প্রক্রিয়া আটকে রয়েছিল এতদিন। গ্রুপ সি এবং গ্রুপ ডি নিয়োগ পরীক্ষার ফলপ্রকাশ করলেও নিয়োগ আটকে রয়েছিল স্কুলশিক্ষা দপ্তরের ছাড়পত্রের গেরোয়। এবার সেই ছাড়পত্র মেলায় চাকরি প্রার্থীদের সমস্যা মিটতে চলেছে।

রাজ্য জুড়ে সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত, স্পনসরড হাই, জুনিয়র, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্কুলগুলিতে গ্রুপ সি পদে ২ হাজার জন এবং গ্রুপ ডি পদে ৩ হাজার ৮০০ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল এসএসসি। সেই পরীক্ষার ফল প্রকাশ করাও হয়। কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ নিয়োগ করতে পারছিল না। সেই সমস্যা মিটিয়ে দিল শিক্ষা দপ্তরের ছাড়পত্র। দিনশেষের আগেই সুফল! আপার প্রাইমারির জট খুলছে সোমবারই? শিক্ষামন্ত্রী হস্তক্ষেপ?
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.