Header Ads

অবশেষে লক্ষ্যপূরণ! এসএসসি-র রেজাল্ট এপ্রিলের মধ্যেই, জানালেন চেয়ারম্যান!

নজরবন্দি ব্যুরোঃ লাগাতার আন্দোলনের সুফল মিললো অবশেষে। ফলপ্রকাশের নিশ্চিত তারিখ আদায় করে নিলেন এসএসসি চাকরি প্রার্থীরা। সেই সাথে প্রায় তিন বছরের অনিশ্চিত ভবিষ্যৎ দেখলো আসার আলো।
২০১৫ সালে নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, কৃষি প্রযুক্তি সহায়ক পদ গুলিতে পরীক্ষা নেওয়া হয় ২০১৬ সালে। তারপর প্রায় দুবছর কেটে গেলেও এখনও পর্যন্ত ফলপ্রকাশ হয়নি সেই পরীক্ষার। রেজাল্টের দাবিতে গতকাল পিএসসি অফিসের সামনে বিক্ষোভ দেখান চাকরি প্রার্থীরা।


এর আগেই অক্টোবর, ডিসেম্বর এবং জানুয়ারির শেষে একই দাবিতে বিক্ষোভ দেখান তারা। অবশেষে রেজাল্ট প্রকাশের সময় জানালেন পিএসসি চেয়ারম্যান।
গতকাল চাকরি প্রার্থীদের চার প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন পিএসসি চেয়ারম্যান, জয়েন্ট সেক্রেটারি এবং পিএসসি গভর্নিং বডির মেম্বার। সেই বৈঠকে চেয়ারম্যান প্রতিশ্রুতি দেন, আগামি এপ্রিলের মধ্যেই লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট(এলডিএ) এবং কৃষি প্রযুক্তি সহায়ক(কেপিএস) পদের রেজাল্ট প্রকাশ করা হবে।


সেই সাথে চাকরি প্রার্থীরা দাবি জানান, দ্বিতীয় মেরিট লিস্টের। এব্যাপারেও ভেবে দেখা হবে বলে জানিয়েছেন চেয়ারম্যান।
Loading...

২টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.