Header Ads

নতুন প্রজন্মকে কাছে টানতে পঞ্চায়েত ভোটের আগে রাজ্য সিপিআই এম আনছে ইন্টারনেট টিভি চ্যানেল।

নজরবন্দি ব্যুরোঃ পরিসংখ্যান বলছে বামফ্রন্টের হাতেই সিংহভাগ ভোট। অথছ তারা বিরোধী আসনে। তাঁদের হয়ে প্রচার করার মতো
স্যাটেলাইট টিভি চ্যানেল নেই। তা তৈরি করতে গেলে অনেক খরচ।তাই সেকথা মাথাই রেখে এবার ইন্টারনেট টিভি আনতে চলেছে রাজ্য সিপিএম নেতৃত্ব। তার জন্য টিমও তৈরি হয়ে গেছে। আর এই দায়িত্বে আছেন রাজ্য সম্পাদকমণ্ডলীর এক গুরুত্বপূর্ণ সদস্য। সূত্রের খবর পঞ্চায়েত নির্বাচনের আগেই এর পরীক্ষামূলক প্রয়োগ হবে, আর সব ঠিক থাকলে লোকসভা নির্বাচনের আগে পূর্ণাঙ্গ ইন্টারনেট টিভি চ্যানেল রুপে আত্ম প্রকাশ করবে।

নতুন প্রজন্মকে লাল পতাকার তলায় আনার জন্য এই ব্যবস্থা। কারণ এখন নতুন প্রজন্ম টেক-স্যাভি, তাঁদের সকলের হাতে স্মার্ট ফোনে। ফলে নানা ঘটনার চিত্র স্মার্টফোনে তুলে ছড়িয়েও দেওয়া যাবে খুব সহজেই। তাই তাদের আশা এর মাধ্যমে নতুন প্রজন্মকে কাছে টানা যাবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.