Header Ads

দীর্ঘদিনের প্রথা ভেঙে শালবনি কাজু বাগান নিলাম জিতে নিলো মহিলা সহায়ক দল ।

নিজস্ব প্রতিনিধি,শালবনি: শালবনি ব্লক এলাকার বিভিন্ন অঞ্চলের সরকারি কাজু বাগান সেইসব অঞ্চলের নিজস্ব তহবিল তৈরী এবং ওই এলাকার মানুষের অর্থনৈতিক সমবৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ অংশ।

প্রতি বছর মার্চ মাসে কাজু ফল ও বীজ আসার পর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে সেই বাগানের বীজ নিলাম ডাকা হয়,নিলামে সংগৃহীত অর্থের একটি অংশ বেনিফিশিয়ারি হিসাবে পায় কাজু জাঙ্গল যে এলাকায় অবস্থিত সেই এলাকার গ্রামবাসীরা কিন্তু দীর্ঘদিন ধরে বিগত বছরগুলোতে একই কাজু জঙ্গল নিলামে সাধারণত বিভিন্ন সংস্থা এবং এলাকার ছেলেরাই অংশগ্রহণ করত, এমনকি এইসব নিলাম ডাকে বিগত দিনে দাদাগিরি এবং ক্ষমতা প্রদর্শন করে নিলাম দখল করার প্রবণতাও দেখা গিয়েছে, কিন্তু আজকে শালবনি গ্রাম পঞ্চায়েতের বানামালিপুর কাজু জঙ্গল নিলাম ডাক বিগত দিনের সমস্ত ধারা ভেঙে নতুন রেকর্ড তৈরী করলো,

গ্রামপঞ্চায়াতের নিয়ম অনুসারে নিলাম নোটিস দেওয়া হয়েছিল কিছুদিন পূর্বে এবং আজ এই নিলামের ডাক হয়,কিন্তু লক্ষণীয় ভাবে সকাল থেকেই পঞ্চায়েতে কার্যালয়ে মহিলাদের ভিড় বাড়তে থাকে, বেলা বাড়লে বোঝা যায় কার্যালয়ে জমা হওয়া প্রায় ১৫০ জন মহিলা সকলে নিলাম ডাকে অংশগ্রহণ করার জন্য এসেছেন এবং প্রত্যেকেই স্ব সহায়ক দলের সদস্য , সেইমতো প্রায় ১৫ টি স্ব সহায়ক দলের নাম নিলামে অংশগ্রহণের জন্য তারা সিকিউরিটি মানি জমা করেন,

মহিলাদের এই উৎসাহ এবং জেদ দেখে যে সমস্ত ব্যাক্তিরা নিলাম ডাকতে এসেছিলেন তারা পিছু হটতে বাধ্য হন ,এবং শেষ পর্যন্ত নেতাজি সুভাষচন্দ্র বসু স্বসহায়ক দল ২লক্ষ ৬০ হাজার টাকায় শালবনি অঞ্চলের বানামালিপুর কাজু জঙ্গলের বীজ সংগ্রহের অধিকার লাভ করে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.