Header Ads

পাকাপাকি ভাবে শোভন বিদায় শুক্রবার?

নজরবন্দি ব্যুরো: শোভন চট্টোপাধ্যায়ের বিদায় ঘণ্টা বাজতে পারে শুক্রবার। রাজ্যসভার নির্বাচন ২৩ মার্চ শুক্রবার। আর সেটা মিটে গেলেই তৃণমূল কংগ্রেস শোভন চট্টোপাধ্যায়ের গুড বাই জানাতে পারে ।
তৃণমূল সূত্রে খবর, আগামী ২৬ মার্চ সোমবার জেলার প্রশাসনিক বৈঠক, আর তার আগেই শোভনকে সরিয়ে নতুন জেলা সভাপতির নাম ঘোষণা করতে চান তৃণমূল সুপ্রিমো। নতুন সভাপতি হিসেবে ইতিমধ্যেই নাম মোটামুটি পাকা হয়ে গিয়েছে রাজ্যসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী শুভাশিস চক্রবর্তীর নাম।

দক্ষিণ কলকাতার নেতা শুভাশিস শুক্রবারই সাংসদ নির্বাচিত হয়ে যাওয়া প্রায় পাকা। আর তার পরেই তিনি নতুন দায়িত্ব পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এক সময়ের খুব কাছের ছিলেন শোভন।

এখনও তিনি তৃণমূল কংগ্রেসের দক্ষিণ ২৪ পরগণা জেলার সভাপতি। কিন্তু সামনের পঞ্চায়েত ভোটে দলের দায়িত্ব থেকে তাঁকে আগেই সরিয়ে দিয়েছে দল। দায়িত্ব সামলাবেন দলের সাধারণ সম্পাদক সুব্রত বক্সি। এবার জেলা সভাপতির দায়িত্ব থেকেও শোভন চট্টোপাধ্যায়কে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত পাকা।
শুভাশিস চক্রবর্তীকে জেলা সভাপতি করার পরে তাঁকেই পঞ্চায়েত ভোট পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তৃণমূল সূত্রে এমনটাই খবর।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.