Header Ads

পঞ্চায়েত নির্বাচনের আগেই মাস্টার স্ট্রোক! বেকারদের জন্য গুরুত্বপূর্ণ উদ্যোগ মুখ্যমন্ত্রীর।

নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত নির্বাচনের আর বেশি বাকি নেই। আর নির্বাচনের পরের বছর লোকসভা ভোট।
সেদিকে তাকিয়ে এবার শহরের বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে নতুন উদ্যোগ নিলেন মুখ্যমন্ত্রী। শহর এলাকার সাতজন করে যুবককে নিয়ে স্বনির্ভর গোষ্ঠী তৈরি করে তাঁদের ব্যবসার জন্য খুব অল্প সুদে ঋণ দেবে সমবায় ব্যাঙ্ক ও আরবান ক্রেডিট সোসাইটি।

এর জন্য প্রায় এক হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রে খবর।
খুব তাড়াতাড়ি এই প্রকল্পের কাজ শুরু করবে বলে ইতিমধ্যে সরকারি আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নয়া এই প্রকল্পের ফলে রাজ্যে কয়েক হাজার বেকার উপকৃত হবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের সমবায়-মন্ত্রী অরূপ রায় বলেন, গোটা রাজ্যে আরবান সমবায় ব্যাংক ও আরবান ক্রেডিট সোসাইটি থেকে খুব কম সুদে ঋণ দেওয়া হবে। প্রথমে তাঁরা যখন ঋণ নেবেন, তখন তাঁদের ৯ % হারে সুদ দিতে হবে। তাঁরা সম্পূর্ণ ঋণ শোধ দেওয়ার পর তাঁদের ৭ শতাংশ সুদের টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অর্থাৎ তাঁদের মাত্র ২ শতাংশ হারে সুদ দিতে হচ্ছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.