Header Ads

নিয়োগ দুর্নীতি, ব্যাপক অস্বচ্ছতার প্রতিবাদে আন্দোলনে এবার খোদ কমিশনের কর্মীরাই।

নজরবন্দি ব্যুরোঃ পিএসসি-তে ব্যাপক দুর্নীতির প্রতিবাদে এবার সরব হলেন খোদ নিয়োগকারী সংস্থার কর্মচারীরা। পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ পদ্ধতিতে অস্বচ্ছতা, অযোগ্য প্রার্থীকে মেধা তালিকায় স্থান দেওয়া সহ অসংখ্য অনিয়মের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে বিক্ষোভ দেখালেন পিএসসি কর্মচারীরা।
অবলুপ্ত স্থায়ী পদ পুনরায় ফিরিয়ে আনা, পরীক্ষা ও নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা আনা সহ রাজ্য সচিবালয়ের আধিকারিকদের সমান বেতনের দাবি সহ একাধিক দাবিতে পুরো অফিস খালি করে বৃহস্পতিবার বিক্ষোভ দেখালেন পিএসসি সংস্থার কর্মীরা। গতকাল টালিগঞ্জে পিএসসি অফিসের সামনে দুপুর ২টো থেকে সংস্থার বিরুদ্ধে স্লোগান দেন তারা। এদিনের বিক্ষোভে সামিল হয়েছিলেন অধিকাংশ রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন মিলে প্রায় নব্বই শতাংশ পিএসসি কর্মচারী।

পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক বিপুল রায় অভিযোগ জানান, ডাব্লুবিসিএস মেন পরীক্ষায় জালিয়াতিতে জড়িত রয়েছেন পিএসসি-র কর্তারাই। গোটা পিএসসি’কে তদন্তের আওতায় এনে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন করতে হবে বলে দাবি জানান তিনি। এবিষয়ে পিএসসি কর্তাদের দাবি, কমিশনের প্রাক্তন চেয়ারম্যান এস এস চট্টোপাধ্যায়ের নেতৃত্ব একটি তদন্ত কমিশন গড়ে গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত করা হচ্ছে।

তবে এতে সন্তুষ্ট নন কর্মীরা। তাদের অভিযোগ, যেই কর্তার আমলে দুর্নীতি হয়েছে তাকেই তদন্ত কমিটির প্রধান বানিয়ে তদন্তের নামে প্রহসন চলছে। এর শেষ হওয়া দরকার। ব্যক্তিসার্থে নয়, সমগ্র চাকরি প্রার্থীদের সুবিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন তারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.