Header Ads

নির্বাচনের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করলো কমিশন। জানুন বিস্তারিত সূচি।

নজরবন্দি ব্যুরোঃ নির্বাচনের ঢাকের কাঠি পড়ে গেছে রাজ্যে। কবে শুরু হবে পঞ্চায়েত নির্বাচন? সেই দিনক্ষণ স্থির করার জন্য মুখ্য সচিবের সাথে আজ দুপুর ১২টায় বৈঠকে বসে নির্বাচন কমিশন।
বৈঠকের পর দুপুর ৩টে থেকে সাংবাদিক বৈঠক হয়। সেই বৈঠকে জানানো হয় নির্বাচনের বিস্তারিত সূচি।
ভোটের তারিখ- ১, ৩, ৫ মে ভোটের তারিখ ঘোষণা হয়েছে।
ভোটার সংখ্যা- ৫ কোটি ৮ লক্ষ।
টোটাল পোলিং স্টেশন- ৫৮ হাজার ৪৬৭টি।
প্রথম দফা(১ মে) ভোট হবে নদিয়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, হাওড়া, হুগলী, বর্ধমান, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর।
দ্বিতীয় দফায় অর্থাৎ ৩ মে ভোট হবে মুর্শিদাবাদ, বীরভূম।
তৃতীয় দফায় অর্থাৎ ৫ মে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায় ভোট গ্রহণ হবে।
ভোট গননা হবে ৮ মে।
মোট ২০টি জেলায় পঞ্চায়েত নির্বাচন। ৯২১৭ পঞ্চায়েত সমিতি, ৮২৫ জেলা পরিষদে ভোট গ্রহণ হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.