Header Ads

ধেয়ে আসছে কালবৈশাখী আর কিছুক্ষণের মধ্যেই আছড়ে পড়বে রাজ্যে! জারি কমলা সতর্কতা।

নজরবন্দি ব্যুরোঃ আর বেশি দেরী নেই। কিছুক্ষণের মধ্যেই রাজ্যে আছড়ে পড়বে কালবৈশাখী, জানালো আলিপুর আবহাওয়া অফিস। বিকেলের মধ্যেই ধেয়ে আসছে ঝড়।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড়। সেই সাথে কলকাতা সহ দক্ষিণবঙ্গ, বাঁকুড়া, বীরভূম, দুই বর্ধমান, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি কলকাতা ও দুই ২৪ পরগনায় বৃষ্টির সম্ভাবনার কথা জানানো হয়েছে।

দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। এই জেলা গুলিতে প্রায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.