Header Ads

ইতালি বিশ্বকাপে না থাকার জন্য কেন কেঁদেছিলেন ফিফা প্রেসিডেন্ট? মুখ খুললেন এবার।

নজরবন্দী ব্যুরোঃ রাশিয়া বিশ্বকাপে ইতালি যোগ্যতা অর্জন করতে না পাড়ায়, ইতালির জনপ্রিয় স্পোর্টস ম্যাগাজিনে এক সাক্ষাৎকারে নিজের হতাশা প্রকাশ করেছেন ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো। তিনি বলেছেন “ইতালি এমনই একটি দেশ যারা ফুটবলে যাদের অবদান কখনও ভোলা যায় না।

তারা ফুটবলে অনেক রূপান্তর ঘটিয়েছে। বিশ্বকাপে তাদের না থাকাটা ফুটবলের একটা বড়ো ক্ষতি”। ইনফান্তিনো জন্ম সুত্রে সুইস নাগরিক, কিন্তু তাঁর ইতালির নাগরিকত্বও রয়েছে।তিনি ওই ম্যাগাজিনে তিনি আরও বলেন “বর্ষীয়ান গোলকিপার বুফোঁর হাতে ট্রফিটি তুলে দিতাম কিন্তু তা আর হল না। সেদিন আমি চোখের জল ধরে রাখতে পারিনি। ইতালির না থাকাটা সমগ্র ফুটবলবিশ্বের কাছে এক বিরাট ক্ষতি”।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.