Header Ads

কথা দিয়ে কথা রাখেননি মোদীঃ ট্র্যাম্প

নজরবন্দি ব্যুরোঃ হার্লে ডেভিডসন মোটরবাইকের উপর ভারত সরকারের 'চড়া আমদানির শুল্কে'র কারণেই বিরক্তি প্রকাশ করেছেন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্র্যাম্প।
এদিন মার্কিন আইন প্রণেতাদের মাঝে রীতিমত ক্ষোভ প্রকাশ করে ট্র্যাম্প বলেন "আমি যখন এ বিষয়ে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলি, তিনি বলেন শুল্কের হার কমিয়ে ৫০% করে দেওয়া হবে। কিন্তু, এখনও পর্যন্ত সেসব কিছুই হল না। তিনি সম্ভবত মনে করছেন যে এতে আমাদের অনুগ্রহ করা হবে। কিন্তু আদতে তা নয়।" তিনি আর বলেন মোদী সরকারই শুল্কর হার কমিয়ে ৭৫% করেছিলেন এবং মোদী নাকি তাঁকে কথা দিয়েছিলেন শুল্ক আর কমিয়ে ৫০% করা হবে কিন্তু তিনি এখনও তা করেননি। প্রসঙ্গত, নিজের নির্বাচনী প্রচারের সময় থেকেই 'আমেরিকা ফার্স্ট'-এর কথা বলে আসছেন ট্রাম্প।

বাণিজ্য ক্ষেত্রে আমেরিকার স্বার্থ ক্ষুণ্ণ হলে যে তিনি কোনও রকম আপস করবেন না সেই বার্তাও বহুবার দিয়েছেন তিনি। তাই এবার আমদানি শুল্ক নিয়ে মোদীর কোটেই বল ছাড়লেন তিনি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.