Header Ads

আবার বড়সড় জালিয়াতির হদিশ পিএনবি-তে!

নজরবন্দি ব্যুরোঃ নতুন করে ফের কোটি টাকা জালিয়াতির হদিশ মিললো পিএনবি-তে। পাঞ্চাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে স্টক এক্সচেঞ্জকে জানানো হয়েছে, নতুন করে আরও ২০৪.২৫ মিলিয়ন মার্কিন ডলালের খোঁজ মিলেছে যাকে বেআইনি লেনদেনের অংশ বলেই মনে করা হচ্ছে।
এবিষয়ে ব্যাঙ্কের এগজিকিউটিভ ডিরেক্টর কে ভি ব্রহ্মজি রাও এবং দুজন জেনেরাল ম্যানেজার ও একজন অবসরপ্রাপ্ত আধিকারিককে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। এই জালিয়াতির ঘটনায় পিএনবি ব্যাঙ্কের মোট বেআইনি টাকার পরিমাণ দাঁড়ালো ১২,৬০০ কোটি টাকা।

প্রসঙ্গত, কিছুদিন আগেই পিএনবি জালিয়াতি কাণ্ডে নীরব মোদীর নাম জড়িয়ে তোলপাড় হয় দেশের অর্থনীতি তথা রাজনীতি। এই ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়ে কেন্দ্রীয় সরকার। আবার সেই ব্যাঙ্কেই নতুন করে বিপুল পরিমাণ বেআইনি টাকার হদিশ মেলায় পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.