Header Ads

অভিমানী 'মদন দা'! কিসের ইঙ্গিত দিলেন তিনি? বিজেপিতে 'না'!! তবে??

নজরবন্দি ব্যুরো: তৃণমূলের হেভিওয়েট নেতা মদন মিত্র তৃণমূল ছেডে বিজেপিতে যাচ্ছেন,

গত কাল থেকে এই খবরে বেশ শোরগোল পড়ে যায় রাজনৈতিক মহলে। মুহুর্তে সেই খবর পৌঁছে যায় মদন দার কাছে।
তড়িঘড়ি ফেসবুক লাইভে এসে মদন মিত্র তাঁর নামে তৈরি হওয়া এই বিতর্কিত বিষয় নিয়ে মুখ খুললেন নিজেই।

তিনি বলেন, ' প্রায় ২২ মাস দুঃসহ যন্ত্রণা নিয়ে কেটেছে আমার। আমার পরিবার, বাড়ির লোক ও সমর্থকদের উপর সুনামী বয়ে গিয়েছে। প্রায় নিঃশেষ হয়ে গিয়েছে আমার পরিবার। সেদিন গুলো ভুলে যাব কি করে। এর পর তিনি বলেন, তৃণমূল আমাকে পরিচয় দিয়েছে, আমি এক আনার যোগ্য হলে, আমাকে ষোলো আনা দিয়েছে। দু-হাত ভরে দিয়েছে। আমার বুক চিরলে তাই একটাই নাম লেখা রয়েছে দেখতে পাবেন- সেটা মমতা বন্দ্যোপাধ্যায়।'

তিনি এর পরেই 'মদন দা' সুলভ বক্তব্য রাখতে থাকেন। তিনি বলেন, ' আমি কেন স্বর্গ ছেড়ে নরকে যাব, কেন জান্নাত ছেড়ে জাহান্নমে যাব, তাই আমাকে যেন আর কোন দিন না প্রশ্ন করা হয়- তৃণমূল ছেড়ে বিজেপিতে যাব কি না! আমি জীবনের শেষদিন পর্যন্ত তৃণমূলেই থাকতে চাই। মৃত্যুর পর অন্তত একটা ঘাসফুলের পতাকা তো আমার দেহের উপর ঢেকে দেওয়া হবে।'
এর পরেই তিনি জল্পনা উস্কে দু-টো কবিতার লাইন বলেন- "তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাইবা তোমার থাকল প্রয়োজন।"
তিনি এই কবিতার লাইন আওড়ে কি বোঝাতে চাইলেন। জল্পনা খোদ তৃণমূলের অন্দরে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.