Header Ads

কেন্দ্রীয় সরকারি পেনশন ভোগীদের মাথায় হাত! 'সৌজন্যে' মোদী সরকার!

নজরবন্দি ব্যুরোঃ কেন্দ্রের বিজেপি সরকার মধ্যবত্ত ও গরিবের স্বার্থের পরিপন্থী, বিরোধীদের মুখে এই অভিযোগ নতুন নয়। নোটবন্দি থেকে শুরু করে মোদী সরকারের একাধিক সিদ্ধান্তে বিপাকে পড়েছেন আমজনতা। উল্টোদিকে লাভবান হয়েছেন পুঁজিপতি শ্রেণী। এসব অভিযোগ তো ছিলই, এবার সেই সাথে যোগ হল পেনশনভোগী কেন্দ্রীয় সরকারি কর্মচারিদের অসন্তোষ।
দেশের ইপিএফ এর আওতাভুক্ত পেনশনভোগী সরকারি কর্মচারিদের মাসিক ন্যূনতম পেনশন বাড়ানোতে একেবারেই সায় নেই বিজেপি সরকারের, খবর শ্রমমন্ত্রক সূত্রে। এদিকে প্রভিডেন্ট ফান্ড থেকে ক্রমাগত কমছে সূদের পরিমাণ। এর ফলে সংসার চালাতে হিমশিম খাচ্ছেন সরকারি কর্মীরা। তার ওপর সরকারের ন্যূনতম পেনশন না বাড়ানোর সিদ্ধান্ত চরম সমস্যায় ফেলবে তাদের।

ন্যূনতম পেনশন বৃদ্ধির দাবিতে কয়েকদিন আগেই পথে নেমেছিলেন বিভিন্ন শ্রমিক ইউনিয়ন গুলি। ক্রমবর্ধমান মুল্যবৃদ্ধির জেরে মধ্যবিত্তের পকেটের ওপর চাপ দিনদিন বাড়ছে। এই পরিস্থিতিতে পেনশন না বাড়ানো হলে যে বিশাল চাপ দৈনন্দিন জীবনে পড়বে সাধারণের তা নিয়ে কেন সহানুভূতিশীল নয় কেন্দ্র? প্রশ্ন কেন্দ্রীয় সরকারি পেনশনভোগীদের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.