Header Ads

ঐত্রী মৃত্যুর ঘটনায় নয়া মোড়, বড় বিপদে পরতে পারে আমরি কর্তৃপক্ষ।

নজরবন্দি ব্যুরোঃ আজ শুক্রবার ঐত্রী মৃত্যু মামলায় স্বাস্থ্য কমিশনের শুনানির সময়ই উঠে এল এই চাঞ্চল্যকর তথ্য। সেই দিন ছোট্ট ঐত্রী কে যে নার্স ইঞ্জেকশন দিয়েছিলেন, তিনি আদৌ নার্সিং পাশ করেছিলেন?
প্রশ্ন উঠেছে তানিয়ে। সুত্রের খবর অনুযায়ী কমিশনে শুনানির সময় শ্রুতি প্রজ্ঞা প্রিয়দর্শিনী নামে ওই নার্স নিজে মুখেই স্বীকার করেন যে, তাঁর কোনও নার্সিং সার্টিফিকেট নেই। এই তথ্য সামনে আসার পরই ক্ষোভে ফেটে পড়েন ঐত্রীর মা। যদিও একথা মানতে নারাজ আমরি কর্তৃপক্ষ।হাসপাতালের দাবি, পাশ করেই আমরিতে কাজ করছেন ওই নার্স। এই মর্মে কমিশনে হলফনামাও দিয়েছে আমরি।

অপর দিকে ঐত্রীর ভেন্টিলেশন চার্জ নিয়েও চাপে আমরি। তদন্তে উঠে আসে, ঐত্রীর পরিবারের কাছ থেকে ১২ ঘণ্টার ভেন্টিলেশন চার্জ নেওয়া হলেও, শিশুটিকে আদৌ ভেন্টিলেশন রাখাই হয়নি। এখন বিপদ বুঝে টাকা ফেরতের কথা বলছে আমরি কর্তৃপক্ষ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.