Header Ads

"ত্রিপুরার দিকে হাত বাড়িয়ে লাভ নেই।২০১৯-এ কী করে নিজের গদি বাঁচাবেন ভাবনু" মানিক

নজরবন্দি ব্যুরো, ত্রিপুরাঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরার মাটিতে দাঁড়িয়ে ঘোষনা করেছিলেন মানিক বদলে হীরার সরকার আনতে। আর আজ তার জবাব দিলেন স্বয়ং মানিক।
আজ ত্রিপুরার সোনামুড়ায় কার্যত লাল সমুদ্রে দাঁড়িয়ে মানিক সরকার বলেন, "অষ্টম বামফ্রন্ট সরকার গঠন শুধু সময়ের অপেক্ষা।" বিজেপি তথা নরেন্দ্র মোদীকে তার কে হুশিয়ারি "ত্রিপুরার দিকে হাত বাড়িয়ে লাভ নেই। ২০১৯-এ কী করে নিজের গদি বাঁচাবেন তা-ই ভাবনু"

মানিকের সরকার আরও বলেন, "ত্রিপুরা ছোট রাজ্য হলেও সারা দেশে এই রাজ্যের উন্নয়ন মডেল নজর কেড়েছে। আর তাতেই ভয় পেয়ে গিয়েছে বিজেপি। সেই কারণেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এ রাজ্যে।

এই যে কেন্দ্রের শাসক দল এ রাজ্যে ছুটে এসেছে এটা ত্রিপুরার সরকারের সাফল্য। আর এটাই বিজেপির সবথেকে ব্যর্থতা।"
২০১৯ সালে বিজেপি সরকারের পতন অনিবার্য।






Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.