Header Ads

রেল গ্রুপ-ডি! বিপুল শূন্যপদে হোক সবার সমান অধিকার! প্রতিবাদে সামিল চাকরি প্রার্থীরা।

নজরবন্দি ব্যুরোঃ ভারতীয় রেলের গ্রুপ ডি বিভাগে শূন্যপদে কর্মী নিয়োগের ক্ষেত্রে পুরোনো নিয়মের বদলে এসেছে নতুন নিয়ম। নতুন বিজ্ঞপ্তিতে শূন্যপদের সংখ্যা ৬২,৯৬০টি। কিন্তু তাতে নন আইটিআই প্রার্থীদের জন্য সুযোগ প্রায় নেই বললেই চলে। তাদের জন্য শূন্যপদের সংখ্যা মাত্র ৯০৩৫টি।
শুধু তাই নয়, গ্রুপ ডি-র নতুন নিয়মে ৩৩ বছর থেকে ২ বছর কমিয়ে ৩১ বছর করা হয়েছে।
নন আইটিআই প্রার্থীদের জন্য এতো অল্প সংখ্যক শূন্যপদ থাকায় সমস্যায় পড়ছেন অসংখ্য চাকরি প্রার্থী। তার সাথে যোগ হয়েছে বয়সসীমা সংকোচনের সমস্যা। এই যুগ্ম সমস্যার সমাধানের দাবিতে একজোট হয়ে প্রতিবাদে নেমেছেন গ্রুপ-ডি নন আইটিআই চাকরি প্রার্থীরা।

তাদের দাবি, সীমিত সংখ্যক পদে নয়, সমস্ত শূন্যপদে প্রতিযোগিতার সুযোগ দেওয়া হোক নন আইটিআই প্রার্থীদের। একই সাথে তারা আরও দাবি জানিয়েছেন বয়সসীমাকে আবার পুরনো নিয়ম অনুযায়ী ৩৩ বছর করা হোক।

তাদের এই দাবি না মানলে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে যাবেন বলে জানিয়েছেন নন আইটিআই গ্রুপ-ডি প্রার্থীরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.