Header Ads

শিক্ষকদের পেনশন নিয়ে জরুরি বৈঠক নবান্নে! কড়া নির্দেশ রাজ্য সরকারের।

নজরবন্দি ব্যুরো: মাস্টারমশাইদের পেনশন ব্যবস্থা অনলাইনের মাধ্যমে সুষ্ঠুভাবে চালু করতে নবান্নে বৈঠক ডেকে সতর্ক করা হল দায়িত্বপ্রাপ্ত সংস্থাকে।

নানা কারণে পেনশন হাতে পেতে অসুবিধার খবর সংবাদমাধ্যমে প্রকাশ হতেই ডিপিপিজি দপ্তরে বেশ চাঞ্চল্য ছড়ায়। গত বৃহস্পতিবার নবান্নে ডিপিপিজি’র অধিকর্তা পারভেজ সিদ্দিকি দায়িত্বপ্রাপ্ত সংস্থার কর্তাদের সঙ্গে প্রায় ১ ঘন্টা ধরে এই বিষয় নিয়ে জরুরি বৈঠক করেন। অনলাইনে পেনশন জমা দেওয়া নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে, তা দু- সপ্তাহের মধ্যে সমাধান করার জন্য ওই সংস্থাকে নির্দেশ দেন। পাশাপাশি এই সময়ের মধ্যে অনলাইনের কাজে গতি না আসলে তা বন্ধ করে আগের মতো সরাসরি শিক্ষকদের কাছ থেকে পেনশনের

কাগজপত্র জমা নেওয়া হবে বলে কড়াভাবে সতর্ক করা হয়।
Loading...

1 টি মন্তব্য:

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.