Header Ads

আসানসোলে চায়ের ঠেকে বাপী দা-র গলায় "চলতে চলতে, মেরে ইয়ে গীত ইয়াদ রাখনা" শুনে আসবেন নাকি?

আসানসোল, নজরবন্দিঃ বাপী লাহিড়ির নাম আপনারা শুনেছেন। শুনেছেন গানও। আসমুদ্র হিমাচল একসময় তার সুরের জাদুতে কন্ঠ মেলানো সহ তালে তালে পা মিলিয়ে নেচেও ওঠে৷ কিন্তু সঙ্গীত শিল্পী ও সুরকার বাপী লাহিড়িকে ধরা ছোঁয়ার নাগালে পেতে আপনাকে যেতে হবে সুদূর মুম্বাই অথবা বছরের কোনো কোনো সময় শ্রীরামপুরে৷ অথচ আসানসোল বাসীর কাছে বিষয়টি ভিন্ন৷ এই শহরে বাপী দা কে পাওয়া যায় পথে-ঘাটে হাতের নাগালে, চায়ের দোকানে৷
বাপী দা বলে ডাক দিলে, তার সুরেলা গলায় দু-চার কলি গানও শুনিয়ে যাবেন ভালোবেসে৷ আমন্ত্রণ জানাবেন তার রেওয়াজ দেখার ও শোনার জন্য৷ শহরের ছেলে বুড়ো সকলের প্রিয় বাপী দা, ওরফে জ্যোতিপ্রকাশ মুখার্জীর পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে চেহারা ও আদব-কায়দা হুবহু প্রখ্যাত সংঙ্গীত শিল্পী বাপী লাহিড়ির মতো হওয়ায় তাকে শহর বাসি চেনে বাপী লাহিড়ি নামেই। আর তাতেই খুশি জ্যোতি প্রকাশ বাবু৷ গান অন্তঃপ্রাণ জ্যোতি বাবু জানিয়েছেন, তার গান শুনে ও তাকে দেখে স্বয়ং বাপী লাহিড়িও প্রসংশা করেছেন৷ এটাই তার জীবণের সবচেয়ে বড় পাওয়া৷ চায়ের ঠেকের আড্ডা থেকে ভালোবাসার আসর ভেঙে যাওয়ার সময় শহর বাসীর আদরের বাপী দা'র গলা থেকে বেরিয়ে আসে, "চলতে চলতে, মেরে ইয়ে গীত ইয়াদ রাখ না/কভি আলবিদা না কহে না"।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.