Header Ads

রাজ্যসভায় শূন্য হতে পারে বামেরা!

নজরবন্দি ব্যুরো: প্রকাশ কারাতের থিওরিকে মান্যতা দিলে রাজ্যসভায় শূন্য হয়ে যেতে পারে বামেরা। আর যদি এই আশঙ্কা সত্যি হয় তা হলে ১৯৫২ সালের পরে এটাই হবে প্রথম ঘটনা, যেখানে রাজ্যসভাতে বামেদের কোন প্রতিনিধি থাকছে না।
সামনের মাসেই বাংলা থেকে রাজ্যসভায় খালি হচ্ছে পাঁচটি আসন। বিধানসভায় সংখ্যার ভিত্তিতে চারটি আসনে তৃণমূলের জয় নিশ্চিত। কিন্তু সিপি আই(এম) এর পক্ষে সিটুর সাধারণ সম্পাদক তপন সেনের জায়গায় একক শক্তিতে এখন কাউকে পাঠানো সম্ভব নয়। আবার কারাত শিবিরের বক্তব্য অনুযায়ী, কংগ্রেসের সমর্থন নেওয়া তাদের নেওয়া সম্ভব নয়।

এই করাত লবির বিরোধিতার ফলে গত বছর দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরিকেও রাজ্যসভায় পাঠাতে পারেনি সিপিআই(এম)। এ রাজ্য থেকে ২০২০ সাল অবধি যার মেয়াদ আছে, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে তিনি এখন সিপিআই(এম) নেই। দল থেকে বহিষ্কারের পরে এখন তিনি নির্দল সাংসদ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.