Header Ads

চিনের উদ্দেশ্যে পাঠানো স্বদেশী বাবার পতঞ্জলি সংস্থার ৫০ টন 'অবৈধ' লাল চন্দনকাঠ আটক!!

নজরবন্দি ব্যুরোঃ বাবা রামদেব, ভারতবর্ষে অগনিত ভক্ত তাঁর। নিজেকে স্বদেশী ব্র্যাণ্ডিং করাতে ভালোবাসেন। প্রধানমন্ত্রীর এই অত্যন্ত প্রিয় পাত্র আচমকাই জড়িয়ে পড়লেন বিতর্কের কেন্দ্রবিন্দুতে। চিন বিরোধী কেন্দ্রের শাসকদলের অত্যন্ত আত্মিক বাবা রামদেবের পতঞ্জলি সংস্থার ৫০ টন লাল চন্দন কাঠ চিনে পাঠানোর পথে আটকে দেওয়া হল! আটকে দিল কাস্টমস।

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণপট্টনম বন্দরে বাবা রামদেবের পতঞ্জলি সংস্থার ৫০ টন লাল চন্দন কাঠ আটক করা হয়। চিনে যে চন্দন কাঠ পাঠানো যায় তাঁর গুনমান হতে হবে সি গ্রেডের কিন্তু কাস্টমসের অভিযোগ পতঞ্জলি যে কাঠ পাঠাচ্ছিল তা ছিল 'অবৈধ' অর্থাৎ উন্নত মানের অর্থাৎ এ এবং বি গ্রেডের!
যাই হোক আপাতত দিল্লী হাইকোর্টে মামলা হয়েছে এই নিয়ে, শুনানি ১৮ই মার্চ।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.