Header Ads

কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক হলেন অশ্বিন।

নজরবন্দি ব্যুরোঃ অনেক দিন ধরে তিনি ভারতীও টি-২০ দল থেকে ব্রাত্য। ওয়ান ডে তেও সেভাবে আখন দেখা যায়না তাকে।
তিনি রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু এবার আইপিএল এ তিনিই হলেন কিংসদের সেনাপতি। হাঁ কিংস ইলেভেন পঞ্জাবের অধিনায়ক হলেন তিনি। ২০০৮ সাল থেকে ২০১৫ পর্যন্ত চেন্নাই সুপার কিংসে খেলেছেন অশ্বিন। ২০১৬ এবং ২০১৭ সালের আইপিএলে পুণের হয়ে খেলেন অশ্বিন। এরপর এ বছর জানুয়ারির নিলামে ৭.৬ কোটি টাকা দিয়ে অশ্বিনকে কিনে নেয় পঞ্জাব। কিংস ইলেভেন পঞ্জাবের পক্ষ থেকে প্রেস রিলিজে বলা হয়েছে কেন তারা অশ্বিনকে অধিনায়ক করলেন।

অশ্বিনের অভিজ্ঞতা অনেক বেশি, সেই সঙ্গে ম্যাচের গতি-প্রকৃতি খুব ভালো বুঝতে পারেন এই ক্রিকেটার। পাশাপাশি স্ট্র্যাটেজির ক্ষেত্রেও মাস্টার তিনি। এর আগে দু'বার আইপিএল জিতেছেন অশ্বিন, তাই তৃতীয়বার পঞ্জাবের হয়ে আইপিএল জিততে নিশ্চয়ই মুখিয়ে থাকবেন তিনি।"
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.