Header Ads

পাঠ্যক্রমের বোঝা কমাতে নয়া উদ্যোগ কেন্দ্রের।

নজরবন্দি ব্যুরোঃ এনসিইআরটির-র অধীনে সমস্ত ক্লাস এর সিলেবাস এবার আগামী শিক্ষাবর্ষ থেকে নতুন করে সাজানো হচ্ছে।
এখবর জানিয়েছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী প্রকাশ জাওড়েকর। শুধু তাই নয় সেই সাথে সিলেবাস কমিয়ে অর্ধেক করা হবে।জাওড়েকর বলেন ‘ বি এ ও বি কম এর পাঠ্যক্রমের চেয়ে স্কুল পড়ুয়াদের পাঠ্যক্রম বেশি কঠিন।তাই এটা কমিয়ে অর্ধেক করা হবে।

ফলে ছাত্রছাত্রীরা পড়ার বাইরেও অন্যান্য ক্রিয়াকলাপে বেশি সময় দিতে পারবে। ফলে তাদের সার্বিক বিকাশ হবে। পড়ুয়াদের সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া দরকার”। ২০১৯ সালে এই নতুন পাঠ্যক্রম চালু হবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.