Header Ads

রাজ্যবাসীর অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়! প্রমাণ করে ছোট্ট সৃজারা!

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। তাঁকে মানুষ চেনে বাংলার অগ্নিকন্যা নামে। তিনি রাজ্যবাসীর আবেগ, অনুভূতি এবং সর্বোপরি 'উদাহরণ'। রাজনীতির অলিন্দে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে আজ তিনি অন্যতম সফল একজন রাজনীতিবিদ। দেশ এবং দেশের বাইরে তিনি বন্দিত। কিছুদিন আগেই বিশ্বের দরবারে সম্মান অর্জন করেছে মুখ্যমন্ত্রীর 'কন্যাশ্রী' প্রকল্প। বহির্বিশ্বের মঞ্চে রাজ্য তথা দেশের প্রতিনিধিত্ব করেছেন একাধিকবার।

বাংলার এই 'গর্বের মেয়ে' বহু রাজ্যবাসীর ঘরের মেয়ে। অনেকের চোখে স্বপ্ন, তাঁর মতো হওয়া। ছোট্ট সৃজাও একদিন হতে চায় তাঁর মতো। কলকাতার ৮১ নং ওয়ার্ডে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 'যেমন খুশি সাজো' প্রতিযোগিতায় সৃজা সেজেছিল বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে। সাজপোশাক এবং হাবভাবে একদম যেন ক্ষুদে 'মমতা'। দৃঢ়প্রত্যয়ী চোখে ছিল ভবিষ্যতের অগ্নিকন্যার আগুন।
বাংলার অন্দরে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শুধু একজন মুখ্যমন্ত্রী নন, একজন ভালো মানুষ। ছোট্ট সৃজারা বড় হয়ে তাঁর মতো হতে চেয়ে সেই কথাই আরও একবার প্রমাণ করে দিলো।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.