Header Ads

সেলিমের পর মান্নান-সোমেন,হবু শিক্ষকদের পাশে থাকার আশ্বাস, বৃহত্তর আন্দোলন গড়ে তোলার পরামর্শ।

নজরবন্দি ব্যুরো: আগের বাম সরকারের রাজত্বের শেষের দিকে ২০০৯ সালে নিয়োগের বিজ্ঞপ্তি বের হয়। তারপর এই ৯ বছরে রাজ্যের সব জেলাতেই সম্পূর্ণ হয়েছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া।
বাদ থেকে গেছেন শুধু মালদা এবং দুই ২৪ পরগণার নিয়োগ। একাধিক আন্দোলন-বিক্ষোভ-আদালতে মামলা কোনোকিছুতেই এই সমস্যার সমাধান হয়নি। আদালত নিয়োগের একাধিক বার নির্দেশ দিলেও তাতে কর্ণপাত করেনি পর্ষদ তথা রাজ্য সরকার। ফলে হতাশা ছাড়া কিছুই জোটেনি চাকরি প্রার্থীদের ভাগ্যে। তাই গত ১৮ ফেব্রুয়ারি থেকে আমরণ অনশনের পথ বেছে নিয়েছেন মালদার চাকরি প্রার্থীরা।

আজ তাদের অনশন মঞ্চে গিয়ে দেখা করেন কংগ্রেস নেতা আবদুল মান্নান ও সোমেন মিত্র। তিনি রাস্তায় নেমে আন্দোলনে কারার বার্তা দেন চাকরি-প্রার্থীদের। একইসঙ্গে কংগ্রেসের তরফে অনশন-রত পড়ুয়াদের আইনি সহযোগিতার পূর্ণ আশ্বাস দেন তিনি। প্রসঙ্গত, মালদার অনশন-কারী চাকরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার কথা বিস্তারিত শুনতে গত কাল অনশন মঞ্চে উপস্থিত হয়েছিলেন সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিম।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.