Header Ads

শ্রীদেবীর মৃত্যুর আসল কারণ কি? পড়ুন

নজরবন্দি ব্যুরো: মাত্র ৫৪ বছর বয়সে শেষ হয়ে গেলো একটা বর্ণময় অধ্যায়। শ্রীদেবীর মৃত্যুতে চলচ্চিত্র জগত হারাল একটা যুগের।
রূপ যৌবন ঘিরে স্বর্গীয় পর্যায়ের সৌন্দর্যের অধীন ছিলেন এই অভিনেত্রী। সকলেই জানেন তাঁর মৃত্যু হৃদরোগে আক্রান্ত হওয়ার ফলে হয়েছে।

তবে আকস্মিক এই হৃদরোগের নেপথ্যে কি কোনও বিশেষ কারণ ছিল? কোন কারণে এই মৃত্যু ? এ প্রশ্নের উত্তরে টুইটারের একটি পোস্ট ভাইরাল, শ্রীদেবীর প্লাস্টিক সার্জারিকে দুষছে। একবার নয় একাধিকবার শ্রীদেবী প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলে বলা হয়েছে ওই পোস্টে। যদিও পরে সেই পোস্টিটি মুছে ফেলা হয় টুইটার থেকে।

জনৈক এক মহিলা টুইটারে একটি পোস্ট করেন। যাতে স্পষ্ট ভাষায় লেখা ছিল কম বয়সী লুক কে  ধরে রাখতে  শ্রীদেবীর ওপর চাপ ছিল। আর এই চাপ আসতো তাঁর ভক্তদের কাছ থেকে। শ্রীদেবীর মুখে যাতে বলিরেখা না পড়ে তার জন্যও তিনি বারবার সার্জারি করাতেন। ওই পোস্ট-এ উল্লেখ ছিল যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কোনও ক্লিনিকে শ্রীদেবী প্লাস্টিক সার্জারি করাতেন। যদিও পিয়ালীর এই পোস্ট ঘিরে ব্যাপক সমালোচনা হয় নেট দুনিয়ায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.