Header Ads

শাসকের সন্ত্রাস উপেক্ষা করে বিজেপির নির্বাচন জেতার মূলমন্ত্র কি? পোস্ট এডিট অরুণাভ সেন!

অরুণাভ সেন, নজরবন্দিঃ এই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে পাস করানোর দায়িত্ব মুকুল রায়ের উপর ছেড়েছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব৷ এতদিন কার্যত দায়িত্বহীন থাকার পর মুকুল রায়কে অগ্নিপরীক্ষার সামনে ফেললেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ তবে কঠিন এই পরীক্ষায় আদৌ মুকুল রায় উতরাতে পারেন কিনা সেই দিকে নজর এখন রাজনৈতিক মহলের৷
পশ্চিমবাংলার পঞ্চায়েত ভোট আর হিংসা সমার্থক, বলা যেতে পারে বাহুবল আর সাংগঠনিক শক্তির সংমিশ্রন করেই নির্বাচনী বৈতরণী পার হতে চায় রাজনৈতিক দলগুলি৷ যদি কেউ ভেবে থাকেন শাসক তৃণমূল বিজেপির জন্য পঞ্চায়েত নির্বাচনে ফাঁকা মাঠ রেখে দেবে তাহলে বড় ভুল হবে। বরং তৃণমূলের সঙ্গে বুথ স্তরে যদি বিজেপি কর্মীরা সমানে টক্কর দিতে পারেন তাহলে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পাস মার্ক পেতে পারে৷ আসলে অন্য রাজ্যের মত শান্তিপূর্ন ভোটের আশা সম্ভবত বাংলায় এখন আর কেউ করেন না। বরং রাজ্যে যেকোন নির্বাচন মানেই অকারণ রক্ত ঝরা, বা নির্বাচন মানেই শাসকের সন্ত্রাস৷ শাসকের এই সংস্কৃতি বন্ধ করাই হবে বিজেপি নেতৃত্বের কাছে বড় চ্যালেঞ্জ৷

বাংলার সাধারন মানুষকে ভোট দেওয়ার অধিকার ফিরিয়ে দিতে হবে৷ যদিও কাজটা একেবারেই সহজ নয়, বরং কঠিন নয় বেশ কঠিন৷ পারবেন কি বিজেপির রাজ্য নেতৃত্ব নীচুতলার কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে? পারবেন কি প্রতিটি কর্মীকে সেই নিরাপত্তার গ্যারান্টি দিতে যেখানে পুলিশি হয়রানি কিংবা মিথ্যা মামলায় ফেঁসে যাওয়া কর্মীর পাশে দাঁড়াবে বিজেপি? যদি সত্যিই বিজেপির রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব চান রাজ্যে ভাল ফল করতে হবে তাহলে তাদের নীচুতলার কর্মীদের সুরক্ষা দিতে হবে, নিরাপত্তা দিতে হবে যারা সারাবছর দল করেন, ভোটের দিন অসীম সাহসিকতার সঙ্গে ভোট করান, বুথ আগলে বসে থাকেন৷

তবে বিজেপি কর্মীদের কাছে আশার কথা, পঞ্চায়েত ভোটকে সিরিয়াসলি নিচ্ছেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ বিজেপির অন্দরের খবর, কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে আশ্বাস দিয়েছেন যাবতীয় সহযোগিতা করার৷ পঞ্চায়েত ভোট যতই এগিয়ে আসছে ততই তৃণমূলের বিরুদ্ধে সন্ত্রাস চালানোর অভিযোগে জোর দিচ্ছেন রাজ্য বিজেপির নেতারা৷ তবে কেবল অভিযোগ করলে হবেনা, তৃণমূলের সন্ত্রাস পেরিয়ে ভোট করার রাস্তাটা খুঁজে বের করতে হবে বিজেপি নেতাদের৷ পঞ্চায়েতের মত স্থানীয় নির্বাচন নিয়ে এতদিন বিশেষ মাথা ঘামাতেন না বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব৷ যদিও দেশের অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতির পার্থক্য আছে, এই রাজ্যে পঞ্চায়েত ভোটে দাগ না কাটতে পারলে লোকসভা ভোটে বাংলা থেকে ২০-২২টি আসন জেতার স্বপ্ন অধরাই থেকে যাবে বিজেপির৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.