Header Ads

ছাত্র বিক্ষোভ আটকাতে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সিবিসিএসের ফলাফল ঘোষণা করল কেএনইউ৷

নজরবন্দি ব্যুরোঃ বুধবার কাজী নজরুল ইউনিভার্সিটির পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সি বি সি এস(চয়েস বেস সিস্টেম) এর ফার্স্ট ব্যাচ সেকেন্ড সেমিস্টারের ফলাফল ঘোষণা করা হয়৷
বি এ,বি এস সি ও বি কম অনার্স প্রোগ্রাম কোর্সের কলা বিভাগের মোট পরীক্ষার্থী যেখানে ৩৬২৪ জন,পাশের হার ৫৯'৬৩%এবং অল পেপার ফেলের হার১'৮৮%৷পাশাপাশি বিজ্ঞান বিভাগে মোট পরীক্ষার্থী যেখানে ৯৯৯জন সেখানে পাশের হার ৬৪'১৬%এবং অল পেপারস ফেল বা অকৃতকার্যের হার ২'৪০%বলে জানানো হয়েছে৷বাণিজ্য বিভাগে ৯৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে৪৯'৩৪%পাশ করেছে এবং ১'৬৩%অকৃতকার্য হয়েছে৷যদিও অকৃতকার্য পরীক্ষার্থীরা পুনরায় তাদের বিফল হওয়া পেপার গুলি ৪র্থ সেমিস্টারের সাথে দিতে পারবেন বলে জানান হয়েছে৷

যদিও ভিসি সাধন চক্রবর্তী দাবি করেছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় কে এন ইউ এর সিবিসিএস এর ফলাফল ভালো৷ তবে কিছুদিন পূর্বে কে এন ইউ এর ফলাফল ঘিরে ছাত্র বিক্ষোভ প্রসঙ্গে তিনি বলেন এনুয়াল সিস্টেমের অন্তর্গত যেসব ছাত্র-ছাত্রীর ফলাফলে ত্রুটি রয়েছে তা আগামী ৩০শে জুনের মধ্যে সংশোধন করে দেওয়া হবে,যাতে তারা পিজি কোর্সে ভর্তি হতে কোনো অসুবিধার সম্মুখীন না হয় ৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.