Header Ads

বসন্ত উৎসব চলাকলীন বহিরাগতদের হামলা, হাসপাতালে ভর্তি ছাত্র।

আসানসোল, নজরবন্দিঃ আজ দুপুর আসানসোলের বি সি কলেজে বসন্ত উৎসব চলাকালিন হঠাৎ বহিরাগতরা এসে কলেজের ভেতর ঝামেলার সৃষ্টি করে। কলেজের কর্মাস বিভাগের প্রথম বিভাগের ছাত্র রাহুল বরুয়াকে প্রচন্ড মারধোর করা হয়। কলেজের অন্যান্য ছাত্ররা বাঁচাতে এলে বহিরাগতরা মোটরবাইকে করে পালিয়ে যায়। আহত অবস্থায় রাহুলকে জেলা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে ভর্তি করে নেন। ঘটনার বিবরনে কলেজের সাধারন সম্পাদক অভিষেক রুইদাস জানান, কলেজের প্রিন্সিপালের কাছ থেকে অনুমতি নিয়ে কলেজের মধ্যে বসন্ত উৎসবের অনুষ্ঠান হচ্ছিল। রাহুল কলেজের গেটের কাছে ফোনে কথা বলার সময় কয়েকজন বহিরাগত এসে তাকে প্রচন্ড মারতে থাকে। রাহুলের চীৎকারে কলেজের সব ছাত্ররা ছুটে আসলে বহিরাগতরা পালিয়ে যায়। খবর পেয়ে তৃণমূল কংগ্রেসের নেত্রী রাখী কর্মকার কলেজে আসেন। খবর দেওয়া হয় হীরাপুর থানায়। পুলিশ আসার পর অভিযোগ জানান হয়। এই হামলার পেছনে এবিপিভি এবং এসএফআই-এর ছেলেরা ছিল বলে অভিযোগ কলেজের জিএস অভিষেকের।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.