Header Ads

অবশেষে বামেদের অভিযোগে শিলমোহর! দলের নেতাদের জমি দালালির কথা মেনে নিলেন তৃণমূল নেতা।

নজরবন্দি ব্যুরো: বাম নেতাদের বরাবরের অভিযোগ বর্তমান রাজ্য সরকার চলছে দালাল-জমি-মাফিয়াদের ইচ্ছায়।এবার রাজ্যের এক মন্ত্রীই কার্যত স্বীকার করে নিলেন সেই অভিযোগ গুলিকে।জমির দালালির সঙ্গে জড়িয়ে যাচ্ছেন শাসক দলের নেতা-কর্মীদের একাংশ, এমনটাই অভিযোগ করেন মন্ত্রী। এর পরেই তিনি দলের নেতা-কর্মীদের সতর্কও করে দেন।

মঙ্গলবার, গতকাল শিলিগুড়ির সমরনগরে ডাবগ্রাম ১-এর অঞ্চল সম্মেলনে গৌতম দেব জমি-দালালির প্রসঙ্গে দলের একাংশের যোগের কথা মেনে নিয়ে বলেন, ‘‘ এখন জমি দালালির কাজে যুক্ত রয়েছেন বলে দলের একাধিক লোকজনের নাম প্রকাশ্যে উঠে আসছে। তাঁদের কাউকেই রেয়াত করা হবে না। জমি দেশের সম্পদ। সেই সম্পদ সাধারণ মানুষের কাজে ব্যবহার করা হবে। প্রয়োজন অনুসারে সাধারণ মানুষের মধ্যে সেই জমি বিলি করা হবে। কিন্তু কোন মতে এই জমির দালালি রেয়াত করা হবে না।’’
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.