Header Ads

অবশেষে কাবেরী জলবণ্টন মামলার রায় দিল সুপ্রিম কোর্ট।

নজরবন্দি ব্যুরোঃ বহু বিতর্কিত কাবেরী নদীর জলবণ্টন মামলার রায় দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি দীপক মিশ্র সহ ৩ বিচারপতির বেঞ্চ বলেছে, নদী কোনও নির্দিষ্ট রাজ্যের হয় না,

তাই রাজ্যগুলিকে নদীর জল ভাগাভাগি করেই নিতে হবে। কাবেরী নদীর উৎস কর্ণাটকে,তারপর তা বয়ে যাচ্ছে তামিলনাড়ু, কেরল ও পন্ডিচেরীর মধ্যে দিয়ে। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী এবার থেকে কর্নাটকে জল ছাড়তে হবে ১৭৭.২৫ টিএমসিফিট।আগে তারা ছাড়ত ১৯২ থাউজ্যান্ড মিলিয়ন কিউবিক ফিট । আর কিছুদিন বাদে কর্নাটক বিধানসভা ভোট তার আগে এই রায় কর্নাটক বিধানসভার ভোটে ফায়দা তুলতে মরিয়া কংগ্রেস, তাই এই রায়কে স্বাগত জানিয়েছে কর্নাটক সরকার।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.