Header Ads

রাতে হুমকি, দিনে 'শান্তিপূর্ণ ভোট! ভোটলুঠের নতুন উপায় 'আবিষ্কার' করলো বিজেপি!

নজরবন্দি ব্যুরোঃ সকাল থেকে ভোট হচ্ছে শান্তিপূর্ণ ভাবে। আপাতদৃষ্টিতে দেখলে মনে হবে এরকমই। কিন্তু ভেতরের চিত্রটা সম্পূর্ণ অন্যরকম। ভোটের আগের রাতেই বাড়ি বাড়ি গিয়ে ভয় দেখিয়ে আসা হয়েছে। পরদিন লোকচক্ষুর সম্মুখে হয়েছে 'শান্তিপূর্ণ ভোট।
ত্রিপুরার মান্দাই, টাকারজলা সহ বিভিন্ন এলাকায় শান্তিপূর্ণ ভোটের পেছনে রয়েছে এই চিত্র। এই অভিনব উপায়ে ভোট লুঠের অভিযোগ উঠলো বিজেপির জোটসঙ্গী আইপিএফটি-র বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আগের রাতে প্রতিটি বাড়িতে গিয়ে হুমকি দিয়ে এসেছে আইপিএফটি কর্মীরা। বিরোধী এজেন্টরা যাতে বুথে থাকতেই না পারেননি সেই কাজটিও সেরে ফেলা হয় ভোটের আগের রাতেই। আর পরদিন সকাল থেকে ওই কেন্দ্রগুলিতে ভোট হয়েছে একেবারে নির্বিবাদে। প্রানের ভয়ে সাধারণ মানুষ বুথমুখোই হননি।

ত্রিপুরার সিপিআইএম-এর রাজ্য নেতৃত্বের তরফেও জানানো হয়েছে আইপিএফটি-র এই হুমকি প্রদানের বিষয়টি। তাদের অভিযোগ, প্রশাসনকে জানিয়েও কোনো ফল হয়নি। কার্যত ক্ষমতায় থাকা সত্ত্বেও আইপিএফটি-র এই ভোট লুঠের নতুন পন্থার কাছে কিছুই করার থাকলো না সিপিআইএম-এর। আর তাই 'নির্বিবাদে' সম্পন্ন হল 'প্রহসনের' ভোট।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.