Header Ads

গ্রেফতার রোটোম্যাক কর্তা বিক্রম কোঠারি।

নজরবন্দি ব্যুরো: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ঘটনার রেস কাটতে না কাটতে এবার প্রকাশ্যে এলো আরও এক বড় মাপের স্ক্যাম।
এ বার জালিয়াতির পরিমাণ প্রায় ৮০০ কোটি টাকার কাছাকাছ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ৮০০ কোটি টাকা ঋণ নিয়ে এখন বেপাত্তা রোটোম্যাক পেন কোম্পানির মালিক বিক্রম কোঠারি। বিশেষ সূত্রের খবর, নিয়মকে না মেনে কোঠারিকে ওই বিপুল টাকা ঋণ দিয়েছে এলাহাবাদ ব্যাঙ্ক, ব্যাঙ্ক অব ইন্ডিয়া, ব্যাঙ্ক অব বারোদা, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এবং ইউনিয়ন ব্যাঙ্ক। সেই অভিযোগে সিবিআই-এর হাতে গ্রেফতার হলেন রোটোম্যাক পেন সংস্থার কর্তা বিক্রম কোঠারি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.