Header Ads

এবার নিজের রাজনৈতিক দল নিয়ে যুদ্ধে কমল হাসান।

নজরবন্দি ব্যুরোঃ অবশেষে বহু প্রতীক্ষিত রাজনৈতিক দলের পথ চলার কথা ঘোষণা করলেন দক্ষিণএর সুপারস্টার কমল হাসান।

বুধবার তামিলনাড়ুর মাদুরাইয়ে দলের প্রতীক ও পতাকার উদ্বোধন করলেন তিনি। বেশ কয়েকমাস ধরে তামিলনাড়ুর রাজনীতিতে আসার কথা জানিয়েছিলেন কমল। গত কাল তিনি তাঁর ভাষণে বলেন “রাজনীতিতে তাঁর দল জাতপাত ও ধর্মের ঊর্ধ্বে থাকবে। এবং শুধুমাত্র ভালো কাজ করার চেষ্টা করবে”। দোলীও পতাকার কথা বলতে গিয়ে তিনি বলেন পতাকায় দক্ষিণ ভারতের ছয়টি রাজ্যের কথাই বলা হয়েছে।

মাঝে একটি তারা চিহ্ন মানুষকে বোঝানো হয়েছে। তাঁর দলের নামের অর্থ, মানুষের বিচার পাওয়ার স্থান। শুরু হল এক নতুন রাজনৈতিক দলের পথ চলা, দেশের বা তামিলনাড়ুর সাধারণ মানুষের জন্য কি ভাবে কাজ করেন কমল হসান তা সময়ই বলবে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.