Header Ads

মহকুমা শাসকের দপ্তরে পিএইচই ঠিকা শ্রমিকদের বেতনের দাবিতে বিক্ষোভ৷

নজরবন্দি ব্যুরোঃ গত নভেম্বর থেকে পি এইচ ই ঠিকা শ্রমিকেরা তাদের বেতন পাচ্ছেন না৷পঃবর্ধমান জেলা ঘোষিত হওয়ার পর পি এইচ ই কে পঞ্চায়েতের সাথে সংযুক্ত করা হয় বলে খবর৷অথচ ঠিকা শ্রমিকদের বকেয়া বেতন ও ই এস আই এর দায়ভার বহন করতে চাইছে না পঞ্চায়েত৷

এ কারণে প্রায় পাঁচ হাজার ঠিকা শ্রমিক তাদের বেতন থেকে বঞ্চিত হচ্ছেন৷বকেয়া বেতনের দাবিতে ও পঞ্চায়েতে হস্তান্তরের প্রতিবাদে আসানসোলে মহকুমা শাসকের দপ্তরে ঠিকা শ্রমিকেরা সমবেত ভাবে বিক্ষোভে সামিল হয় ও সমস্যা সমাধানের স্বার্থে মহকুমা শাসক প্রলয় রায় চৌধুরীর হাতে স্মারক লিপি প্রদান করে৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.