Header Ads

ফুল বাজারে জোর লড়াইয়ে গোলাপ-ধুতরো!

নজরবন্দি ব্যুরোঃ আজ ভ্যালেন্টাইনস ডে।প্রেমিক-প্রেমিকাদের দিন। প্রেম দিবস। দিনে একে অপরকে গোলাপ ফুল দিয়ে নিজেদের ভালোবাসা ব্যক্ত করে প্রেমিক-প্রেমিকারা।

তাই স্বাভাবিকভাবেই আজ গোলাপের চাহিদা তুঙ্গে।রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র দাম বেড়েছে গোলাপ ফুলের। ওপর দিকে আবার আজই শিবরাত্রি। প্রেমে যেমন গোলাপ তেমনি শিবের পুজতে আবার ধুতরো।ফলে আজকের বাজারে এই দুটি ফুলের চাহিদা যে তুঙ্গে তা আর বলার অপেক্ষা রেখে না, আর চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেরেছে দাম। যে গোলাপ রোজ় ডে-তে ছিল ৪০ টাকা তা আজ বিক্কছে ১০০ টাকাতে।



আবার দামের দিক থেকে ধুতরো কম যাচ্ছে না বাজারে ভালো মানের ধুতরো ফুলের দাম হয়েছে ৫০ থেকে ৬০ টাকা। ফলে বাজারে ক্রেতা নির্ভর প্রতিযোগিতায় অনেকটাই এগিয়ে রয়েছে ধুতরো। এমনই মত অনেকের।কারণ গোলাপের থেকে ধুতরো বিক্রি হচ্ছে বেশি।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.