Header Ads

দ্রুত শিক্ষক নিয়োগ না হলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন ফোরামের সদস্যরা। Breaking

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে শিক্ষক নিয়োগের জটিলতা কাটার আগে আরও নতুন নতুন জটে জড়িয়ে পড়ছে। ফলে দিনের পর দিন অপেক্ষা করেও মিলছে না চাকরি। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান ঘটিয়ে দ্রুত নিয়োগের দাবিতে ফের সরব হল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম।
গতকাল মালদা টাউনে এক সভার আয়োজন করে বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। ষষ্ঠ এসএলএসটি-তে উত্তীর্ণ প্রার্থীদের মাধ্যমে মাদ্রাসা গুলির শূন্যপদ পুরণ বিষয়ে আলোচনা হয় এই সভায়। এদিনের সভায় বক্তব্য রাখেন শিক্ষক রওশন জামান, মহম্মদ রইসুদ্দিন, মহম্মদ উমার ফারুখ, মহম্মদ আদিল হোসেন রুমা নস্কর প্রমুখ।

শিক্ষকের অভাবে মাদ্রাসা গুলির পঠনপাঠন শিকেয় উঠেছে। ষষ্ঠ এসএলএসটি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ প্রার্থীরা অপেক্ষা করেও পাননি নিয়োগপত্র। শিক্ষক নিয়োগ নিয়ে রাজ্যের অনীহার বিরুদ্ধে একাধিকবার প্রতিবাদ বিক্ষোভ আন্দোলন করেছেন রাজ্যের শিক্ষক পদপ্রার্থীরা। মাদ্রাসায় দ্রুত শিক্ষক নিয়োগ না হলে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন ফোরামের সদস্যরা। মঙ্গলবারের সভায় দুর্নীতিগ্রস্ত মাদ্রাসা পরিচালন সমিতির বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন ফোরামের সদস্য শিক্ষকরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.