Header Ads

ক্রমাগত ক্ষতি করছে বিজেপি! জোট থেকে বেরিয়ে গেল শিবসেনা! Breaking

নজরবন্দি ব্যুরোঃ গত তিন বছর ধরে ক্ষতি করছে তাই বিজেপির সঙ্গে জোট সঙ্গ ত্যাগ করছে তাঁর সব থেকে পুরনো শরিক! মুম্বাইতে দলের জাতীয় কর্মসমিতির বৈঠকের পর এনডিএ জোট ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে দিল শিবসেনা।

শিবসেনা জানিয়ে দিয়েছে ২০১৯ সালের লোকসভা এবং বিধানসভা নির্বাচনে বিজেপির সঙ্গে আর জোট বেঁধে নয় একাই নির্বাচনে লড়বে তাঁরা। তাঁরা টার্গেট করছে মহারাষ্ট্রে ৪৮টির মধ্যে ২৫টি লোকসভা ও ২৮৮টির মধ্যে ১৫০টি বিধানসভা আসন।
কর্মসমিতির বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করেন সাংসদ সঞ্জয় রাউত বলেন, "বিজেপি হিন্দুত্বের নামে শিবসেনার সঙ্গে জোট করেছিল। শিবসেনাও হিন্দুত্বের জন্যই ধৈর্য ধরেছিল। কিন্তু বিজেপি ক্ষমতার অপব্যবহার করে গত তিন বছর ধরে শিবসেনার মনোবল ভাঙার চেষ্টা করছে।"

উল্লেখ্য, ১৯৮৯ সালে প্রথম বিজেপির সঙ্গে জোট বেঁধে নির্বাচনে লড়েছিল শিবসেনা আর ১৯৯৮ তে অটলবিহারি বাজপেয়ীর সরকারের সময় থেকেই এনডিএ-র শরিক শিবসেনা।সেই সম্পর্ক ভেঙ্গে গেল এবার!
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.