Header Ads

অবার মস্তানি সিভিক ভলান্টিয়ারের। প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন।

নজরবন্দি ব্যুরো: এবার মারধরের ঘটনায় নাম জড়াল এক সিভিক ভলান্টিয়ারের। জমি নিয়ে শরিকি ঝামেলা আর সেই বিবাদকে কেন্দ্র করে মারামারি। অভিযোগ, জাঙ্গিপাড়া থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার প্রসেনজিৎ রায়ের বিরুদ্ধে।
জানা গিয়েছে, জাঙ্গিপাড়া মুন্ডুলিকা রায়পাড়া এলাকায় একই পরিবারে ২ ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিবাদ অনেকদিনের। জানা গেছে, সম্প্রতি বিবাদের জেরে আদালতের নির্দেশে সম্পত্তির ওপর ১৪৪ ধারা জারি হয়েছে। অভিযোগ, আদালতের সেই নির্দেশ লঙ্ঘন করে বাড়ি তৈরির কাজ শুরু করে নরেন রায়ের পরিবার। যা নিয়ে দুই পরিবারের মধ্যে আবার বিবাদের পুনরাবৃত্তি ঘটে। ছোট ভাই লক্ষ্মী রায়ের ছেলে প্রসেনজিৎ জাঙ্গিপাড়া থানার সিভিক ভলান্টিয়ার। অভিযোগ, সে আরও বেশ কয়েকজনকে নিয়ে এসে ব্যাপক মারধর করে সম্পর্কে কাকা অধিবাস রায়কে। ঘটনার পর আহত অধিবাসকে চণ্ডীতলার একটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন এলাকার লোকজন। ঘটনার কথা থানায় জানাতে গেলে তাঁদের অভিযোগ নেওয়া হয়নি বলে দাবি ওই পরিবারের।

 
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.