Header Ads

ফেলের নতুন রেকর্ড গড়ল কলকাতা বিশ্ববিদ্যালয়।

নজরবন্দি ব্যুরো: বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিএ ও বিএসসি পরীক্ষার পার্ট ওয়ানের ফল। আর তাতে ৫৭.৫ % বিএ পার্ট ওয়ানের পরীক্ষার্থী ফেল করেছেন। বিএসসি পার্ট ওয়ান বিভাগে ফেলের হার ২৯ %।



এই বিশ্ববিদ্যালয়ে এমন খারাপ ফল বেনজির। কেন এমন ফল হল তা নিয়ে স্বাভাবিক ভাবেই অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে। চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষা মহলেও।

গত কাল  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট wbresult.nic.in-এ রেজাল্ট প্রকাশিত হয়।  গত ১৭ জানুয়ারি প্রকাশিত হয় বিকম পার্ট ওয়ানের ফল। বিএ এবং বিএসসি-র অনার্সের ফল প্রকাশিত হয় গত ২ ডিসেম্বর। বিকম অনার্সের ফলে প্রকাশিত হয় গত ২৯ নভেম্বর। আর গত কাল কলা ও বিজ্ঞান বিভাগের পার্ট ওয়ানের ফল প্রকাশিত হয়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.