Header Ads

নতুন দল কেকেআর! কোন ক্রিকেটার পেলেন কত টাকা? দেখুন।

নজরবন্দি ব্যুরোঃ আইপিএল ২০১৮-র কেকেআর-এর ১৯ জনের স্কোয়াডে ৭ জন বিদেশি। এবার আইপিএল-এ কেকেআর তাদের সবচেয়ে সফল অধিনায়ককে দলে রাখেননি। আসুন এক নজরে দেখে নেওয়া যাক নতুন কেকেআর-এ কোন ক্রিকেটারকে কত টাকার বিনিময়ে নিলামে কেনেছে শাহরুখের দল-
আন্দ্রে রাসেল- ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে আগে থেকেই দলে রেখেছিল কেকেআর। এবছর রাসেল পেয়েছেন ৭ কোটি টাকা।
সুনীল নারিন- রাসেলের মতো ওয়েস্ট ইন্ডিজের এই মিস্ট্রি বোলারকে রিটেনশন পলিসিতে রেখে দিয়েছে কেকেআর। সাড়ে ৮ কোটি টাকা খরচ করেছেন শাহরুখ তাঁকে নিতে।
মিচেল স্টার্ক- অস্ট্রেলিয়ান এই তারকাকে কেকেআর দলে নিয়েছে ৯ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে।
ক্রিস লিন- টি-২০ স্পেশালিষ্ট এই ক্রিকেটার এবার দলে আছেন ৯ কোটি ৬০ লক্ষ টাকাতে।
দীনেশ কার্তিক- ভারতীয় এই উইকেট কিপার ব্যাটসম্যান এবার দলে এসেছেন ৭ কোটি ৪০ লক্ষ টাকায়।
রবিন উত্থাপা- কেকেআর-এর এই উইকেট কিপার ব্যাটসম্যানকে আরটিএম কোটাতে ৬ কোটি ৪০ লক্ষ টাকা দিয়ে তুলে নিয়েছে।
পিযুষ চ্যাওলা- কেকেআর দলের এই স্পিনারকে এবার দলে রাখার জন্য ৪ কোটি ২০ লক্ষ টাকা খরচ করেছে।

কুলদীপ যাদব- ভারতীয় দলের এই স্টার স্পিনারকে এবার কেকেআর-এর দলের হয়ে খেলতে দেখা যাবে ৪ কোটি ৮০ লক্ষ টাকার বিনিময়ে।
শুভমন গিল- অনুর্ধ ১৯ দলের এই তরুন তুর্কি এবার দাম পেয়েছেন ১ কোটি ৮০ লক্ষ টাকা।
ইশাঙ্ক জাজ্ঞি- ইশাঙ্ক জাজ্ঞিকে এবার কেকেআর তাঁর বেস প্রাইস ২০ লক্ষ টাকাতেই দলে রেখেছে।
কমলেশ নগরকোটি- অনুর্ধ ১৯ এর সাড়া ফেলে দেওয়া ফার্স্ট বোলার এবার শাহরুখের দলের হয়ে খেলবেন ৩ কোটি ২০ লক্ষ টাকাতে।
নিতীশ রানা- আইপিএল-এ মুম্বাই ইন্ডিয়ান্স-এর এই ব্যাটসম্যান এবার কেকেআর-এর হয়ে খেলবে। তাঁকে তুলে নিতে কেকেআর খরচ করেছে ৩ কোটি ৪০ লক্ষ।
মিচেল জনশন- বিশ্ববিখ্যাত এই বোলারকে ২ কোটি টাকা খরচ করে কিনেছে কেকেআর।
শিবম পঙ্কজমাভি- এই ক্রিকেটার এবার দাম পেয়েছেন ৩ কোটি টাকা।
বিনয় কুমার- ভারতীয় দলের প্রাক্তন এই বোলার কেকেআর-এর হয়ে খেলবেন ১ কোটি টাকায়।

অপুর্ব বিজয় ওয়াংখেড়ে- তাঁকে ২০ লক্ষ টাকায় দলে নিয়েছে কেকেআর।
রিঙ্কু সিং- উত্তরপ্রদেশের বাঁহাতি ব্যাটসম্যান ৮০ লক্ষ টাকায় খেলবেন কেকেআর-এ।
ক্যামেরন ডেলপোর্ট- দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ৩০ লক্ষ টাকায় খেলবেন।
জাভন সেয়ারলেস- ওয়েস্ট ইন্ডিজের এই ক্রিকেটার কলকাতায় এলেন ২০ লক্ষ টাকায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.