Header Ads

প্রতিশ্রুতির পর ছ'টা রেল বাজেট পেরিয়ে গেলেও এখনো উদাসীনতার অন্ধকারে কবিতীর্থ চুরুলিয়া৷

রবীন প্রামাণিক৷আসানসোলঃ কবিতীর্থ চুরুলিয়ার নাম জানেন না এমন কেউ নেই ৷নেতা মন্ত্রী থেকে শুরু করে দেশ বিদেশ সর্বত্র পরিচিত এই নাম ৷ বিদ্রোহী কবি নজরুল ইসলাম এর জন্মভিটে আসানসোলের এই চুরুলিয়া গ্রামে৷ জনসংখ্যা প্রচুর ৷সবাই জানলেও হয়তো জানেনা রেল কর্তৃপক্ষ চুরুলিয়ার নাম ৷ তাই হয়তো এই জায়গা তে রেল পরিষেবা নেই ৷ 
না , ট্রেন এ চাপতে হলে আস্তে হয় প্রায় ২০ কিলোমিটার দূরের আসানসোল রেল স্টেশন ৷কিন্তু এমনটা তো ছিল না ৷এলাকার বাসিন্দা প্রতিভা সাধু বলেন দীর্ঘ ৪০ বছর আগে এই এলাকায় রেল লাইন ছিল ,ছিল স্টেশন ও !সেই ট্রেন এ তিনি ও চেপেছেন , যাত্রা করেছেন জামুড়িয়ার করা পর্যন্ত ৷ বড় মজা ছিল কিন্তু তার পর হঠাৎ ই নিশ্চিহ্ন হলো রেলপথ ! সব কিছুই চোখের সামনে চুরি হয়ে গেলো ৷ রেল লাইন চোরেরা নিয়ে গেলো ,স্টেশন এর ভগ্নপ্রায় দশা হলো , হারিয়ে গেলো সবকিছু ৷ কেউ কিছুই বললো না ..... তারপর ওই এলাকায় তৈরি হলো কয়লাখনি আর তাতেই ধূলিস্যাৎ হলো স্টেশন৷

এলাকার বাসিন্দা দের মতে বহু বছর ধরে রয়েছি ,শুনেছি রেল লাইন ছিল ,স্টেশন ও ছিল ,কিন্তু এখন নেই ! তবু আসায় আছি . কয়েক বছর আগে অর্থাৎ 2011 সালে এই চুরুলিয়া তে এসেছিলেন তৎকালীন জাহাজ মন্ত্রী মুকুল রায় ৷ তখন রেলমন্ত্রী ছিলেন আজকের পশ্চিম বাংলার   মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ৷ মুকুল রায় চুরুলিয়া নজরুল একাডেমির কাছে শিলান্যাস করে বলে গেছিলেন খুব শীঘ্রই চালু হবে রেল পরিষেবা ৷আসানসোল রেল ডিভিশনের বারাবানি রেল লাইন এর সঙ্গে সংযুক্ত হবে চুরুলিয়ার রেলপথ . স্টেশন ও হবে ৷ কিন্তু দীর্ঘ ৬ বছর অতিক্রান্ত হয়ে গেলো . ...৬ টা রেল বাজেট হয়ে গেলো ৷ চুরুলিয়া তথা বিদ্রোহী কবি নজরুলের জন্মভিটের বাসিন্দারা দেখতে পেলো না রেল লাইন ৷

২০ কিলোমিটার দূরে গিয়ে আসানসোল রেল স্টেশন থেকে ট্রেন ধরতে হয় ৷. যা কোনো মতেই সম্বভ নয়৷এলাকার ছাত্র ছাত্রী দের কথায় আজকের সভ্য সমাজে , উন্নত প্রযুক্তির যুগে এখনো এই এলাকার মানুষকে বহু দূর গিয়ে রেল চাপতে হয় . পড়াশুনার ক্ষেত্রে হরদম ই কলকাতা যাতায়াত এর ব্যাপার থাকে ৷ সে ক্ষেত্রে চুরুলিয়া বাসীর বড়ই সমস্যা ৷ বৃহস্পতিবার রেল বাজেট ৷. তাই সরকারের কাছে চুরুলিয়া বাসীর আবেদন যেন চুরুলিয়া রেলপথের কথা ভাবা হয় ৷

চুরুলিয়া বাসীর কথায় আবেদন তো থাকবেই তবে হয়তো তা সার্থক হবে না . কারণ বিদ্রোহী কবির বিদ্রোহ যেমন শেষ হয়ে গেছে , সে রকম চুরুলিয়া বাসি তথা চুরুলিয়া কে ও ভুলে গেছে সবাই ৷ একসময় এই গ্রামে এসেছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা , এসেছেন রাজ্য থেকে শুরু করে দেশের অনেক নেতা নেত্রীরা ৷. কিন্তু বঞ্চিত রয়ে গেছে চুরুলিয়া বাসী৷
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.