Header Ads

শিবসেনার পর আরেক বড় শরিক হাত ছাড়ছে বিজেপির! চাপে নমো-অমিত!

নজরবন্দি ব্যুরোঃ কিছুদিন আগে এনডিএ জোটের সবচেয়ে পুরনো শরিক শিবসেনা ঘোষনা করেছিল, ২০১৯ এর লোকসভা নির্বাচনে তারা বিজেপির সঙ্গে জোট করবে না। আর এবার নরেন্দ্র মোদী ও অমিত শাহের কপালের ভাঁজ আরও চওড়া করে এনডিএ-র অন্যতম বড় শরিক চন্দ্রবাবু নাইডুর পার্টি টিডিপি জোট ছাড়ার হুমকি দিলো।
রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, অন্ধ্রপ্রদেশে প্রধানত টিডিপি-র জন্যেই ক্ষমতায় আছে বিজেপি। কিন্তু চন্দ্রবাবুর সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের ঝামেলা বাধে কিছুদিন আগে। সেই ঝামেলার প্রতিকার করতে পারেনি বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, এরপরেই চন্দ্রবাবু নাইডু প্রকাশ্যে জোট ভাঙার হুমকি দেন। তিনি বলেন, "বিজেপি বন্ধুত্ব বজায় রাখতে চায় না। তাই এই কড়া সিদ্ধান্ত নিতে হচ্ছে। আমরা একাই রাজ্যের ক্ষমতা দখল করতে পারি। বিজেপি যদি জোটের স্বার্থ ধরে রাখতে না পারে তার জন্য আমরা দরজা খোলা রেখেছি।"

চন্দ্রবাবুর এই হুমকির পরেই তোলপাড় শুরু হয় দিল্লির রাজনীতিতে। আগে শিবসেনা, এরপর টিডিপি, এরপর জোটসঙ্গীদের বিরোধিতা নমো-অমিত জুটিকে লোকসভা ভোটের আগে বেশ চাপে রাখবে বলেই মনে করছেন রাজনৈতিক বোদ্ধারা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.