Header Ads

আবার অসাধ্য সাধন কলকাতা পুলিশের! শহরবাসীকে জানান দিলেন 'তারা ছিলেন, আছেন!'

নজরবন্দি ব্যুরোঃ তিলোত্তমার শান্তি শৃঙ্ক্ষলা বজায় রাখায় দায় অনেকটাই প্রশাসনের ওপর বর্তায়। শহরবাসী যাতে নিশ্চিন্তে থাকতে আরে সেই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যে কলকাতা পুলিশ সফল তা আগে বহুবার প্রমাণিত হয়েছে। আরও একবার নিজেদের পারদর্শিতার প্রমাণ দিলো কলকাতা পুকিশ।
শহর জুড়ে দিনদিন বেড়ে উঠেছে অপরাধ প্রবণতা। যার ফল চুরি-ছিনতাই। বাসে, ট্রেনে কিংবা রাস্তায় হাঁটাপথে মোবাইল চুরি যাওয়া নতুন কিছু ঘটনা নয়। কিন্তু খোয়া যাওয়া মোবাইল যে ফিরে পাবেন একথা ভাবেননি তারা। সেই অসাধ্যকেই সাধন করলো কলকাতা পুলিশ। চুরি যাওয়া প্রচুর সংখ্যক মোবাইল উদ্ধার করে তুলে দেওয়া হল তাদের আসল মালিকের হাতে।

কলকাতা পুলিশের ডিটেকটিভ ডিপার্টমেন্টের 'ওয়াচ সেকশনের' তরফে মোবাইল গুলি উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে। এদিকে হারিয়ে যাওয়া সাধের মুঠোফোম ফেরত পেয়ে বেজায় খুশি মোবাইলের দাবিদারেরা।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.