Header Ads

লাল ঝান্ডা ড্রেনে! "গনতন্ত্র হত্যা নতুন নাকি এই সরকারের আমলে!"

নজরবন্দি ব্যুরোঃ উলুবেড়িয়ায় বিধানসভা উপনির্বাচন আসন্ন। প্রার্থী ঘোষণা করে দিয়েছে সব দলই। নির্বাচনের আগে ওই কেন্দ্রে তৃণমূলের সন্ত্রাসের অভিযোগ উঠলো এবার। উলুবেড়িয়া কেন্দ্রে সিপিআইএম-এর পতাকা ছিঁড়ে ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে।

জানা গেছে, উলুবেড়িয়ার ২৪ নম্বর ওয়ার্ডে সিপিআইএম প্রার্থী সাবিরউদ্দিন মোল্লার সমর্থনে লাল ঝান্ডা লাগানো হয়েছিল। সেই পতাকা ছিঁড়ে নোংরা ড্রেনে ফেলে দেওয়া হয়। অভিযোগের তির তৃণমূলের দিকে। এই ঘটনার পর এক বাম কর্মী-সমর্থক জানিয়েছেন, ওই ওয়ার্ডটি উলুবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান আব্বাসউদ্দিন খানের। তার বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস চালানোর একাধিক অভিযোগ রয়েছে। "গণতন্ত্রকে হত্যা করা তৃণমূলের আমলে নতুন কথা নয়। এখানেও তাই ঘটছে দিনের পর দিন। এমনকি দেয়াল লিখনেও বাধা দেওয়া হয় সেখানে বিরোধী রাজনৈতিক দলগুলিকে, অভিযোগ ওই সিপিআইএম কর্মীর। বিষয়টি জানিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.