Header Ads

২৯ তারিখে ডিএ মামলা নিতে পারে ইতিবাচক মোড়! কেন? পড়ুন।

নজরবন্দি ব্যুরো: এই পর্যন্ত ডিএ শুনানি তে প্রমান হল, ডিএ দয়ার দান নয় , তা রোপা মেনেই হয়। আর এই রোপা হল আইন । তাই এটা আইন এর আওতাধীন বিষয়। অপরদিকে কেন্দ্রীয় সরকারের থেকে রাজ্য কম ডিএ দিচ্ছে দাবি সরকারী কর্মচারীদের আইনজীবীর।

এবার ডিএ নিয়ে বেশ কিছু প্রাসঙ্গিক প্রশ্ন আসতে পারে ২৯ তারিখের শুনানিতে, মনে করেন আইনজীবীদের একাংশ । যেমন, ১. ৬ মাস অন্তর ডিএ নিয়ে কোন রিভিউ কমিটি রাজ্য সরকার কি বসিয়েছিলো, যেটা রোপা আইনে বলা আছে? ২. মূল্য বৃদ্ধি কি এই রাজ্যে হয় নি ?আর তার সাথে কতটা সামঞ্জস্য আছে বেতনের? কারণ আদালত জানিয়েছে ডিএ সময় মতো দিতে না পারলে তার কোন মূল্য থাকে না ।( কেন্দ্র বছরে ২বার ডিএ দিচ্ছে প্রায় ১৭%-২১% তখন এই রাজ্য ৫%-৭%) ৪. এটাই প্রমাণ হবে যে রোপা আইন আছে কিন্তু রাজ্য সরকার তা মানছে না। ৫. সব রাজ্য ডিএ দিতে পারলে পশ্চিমবঙ্গ দিতে পারছে না , কেন ? আর যদি ওই দিন এই প্রশ্ন গুলি ওঠে তাহলে আবার ব্যাকফুটে যাবে রাজ্য সরকার। আর তার ফলে চাপের মুখে পঞ্চায়েত নির্বাচনের আগে ইতিবাচক পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার।

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.