Header Ads

ডার্বিতে ডিকার গোলে রঙিন বাগান! গোহারা লালহলুদ!

নজরবন্দি ব্যুরোঃ রবিবারের দুপুরে আজ মাংস ভাতের দিকে নজর ছিল না বাঙালির আজ। দুপুরের ঘুম, তা-ও ছিল না চোখে। কারণ আজ যে ফুটবলপ্রেমী বাঙালির সেই চিরন্তন যুদ্ধের দিন। দুপুরের যুবভারতী ঠাসা ছিল ইস্ট-মোহন দর্শকে। শুরু হয়েছিল ডাঙার ইলিশ-চিংড়ির লড়াই। আর ম্যাচের শেষে যুবভারতী ভরে উঠেছিল সবুজ মেরুনের জয়োল্লাসে। ইস্টবেঙ্গলকে ২-০ গোলে হারিয়ে ডার্বি ম্যাচে জয় ছিনিয়ে নেয় মোহনবাগান।



আজ ম্যাচের শুরু থেকেই ফর্মে ছিল বাগান। খেলা শুরুর প্রথম ৫ মিনিটেই সবুজ মেরুনের হয়ে গোল করেন ডিকা। দ্বিতীয় গোলটি করেন প্রথমার্ধের শেষের দিকে। অপরদিকে ছন্দের অভাব দেখা যাচ্ছিলো ইস্টবেঙ্গল দলের ফুটবলারদের মধ্যে। প্রথমার্ধে আল আমনার চোটের ফলে আরও নড়বড়ে হয়ে যায় লাল হলুদ। ম্যাচের শেষ পর্যন্ত সেই ঘাটতি কাটিয়ে গোলের দেখা পেল না খালিদের দল। তাই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের কাছে পরাজয় স্বীকার করতে হল ইস্টবেঙ্গল সমর্থকদের।


 

খেলার শেষে জয়ের আনন্দে ভাসতে থাকেন মোহনবাগান সমর্থকরা। উল্লসিত বাগান সমর্থকরা তখন গলা মেলাতে ব্যস্ত সেই গানে, "আমাদের খুঁজলে পাবে সোনায় মোড়া ইতিহাসে।"

Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.