Header Ads

সারদা ও ঘুষ কাণ্ড নিয়ে চরম ভাবে অপমানিত হয়ে সভা ছাড়লেন শতাব্দী রায়।

নজরবন্দি ব্যুরো: চরম অস্বস্তিতে পড়লেন তৃণমূলের হেভি-ওয়েট নেত্রী এবং বীরভূমের সিউড়ির তৃণমূল সাংসদ শতাব্দী রায়। ঘুষ নিয়ে চাকরি এবং চিটফান্ডের উত্থান সংক্রান্ত প্রশ্ন করাতেই এই অস্বস্তিতে পড়েন বলে জানা গিয়েছে।
গতকাল সাঁইথিয়া বিধানসভা এলাকার মাঠপলসা গ্রাম পঞ্চায়েতের রঙ্গাইপুর গ্রামে গত কাল সভা ছিলো তাঁর।

সভা শেষে তিনি জনতার মুখোমুখি হাজির হয়ে এলাকার সমস্যার কথা জানতে চান। কেউ অ্যাম্বুলেন্সের দাবি করেন, কেউ দাবি করেন এলাকায় খেলার মাঠের।কেউবা রাস্তাঘাটের উন্নতির কথা বলেন।এর পর এক যুবক সাংসদকে লক্ষ্য করে প্রশ্ন করেন  “সারদা ও রোজভ্যালির টাকা কি হল?” এই প্রশ্নে চরম অস্বস্তিতে পড়েন তৃণমূলের এই ডাকাবুকো সাংসদ। তিনি বলেন, “এটা আমাদের মুখ্যমন্ত্রী দেখছেন।” এরপর উপস্থিত জনতার একের পর এক প্রশ্নের মুখে সাংসদ যেমন বেকায়দাতে পড়েন, তেমনই বেকায়দাতে  পড়েন স্থানীয় শাসক দলের নেতারা।

এইকম একাধিক প্রশ্ন বাণে চরম ভাবে অপমানিত হয়ে শেষপর্যন্ত সভা ছেড়ে চলে যান শতাব্দী রায়।
Loading...

কোন মন্তব্য নেই

lishenjun থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.